আমিরুল ইসলামঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ৪র্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৫জুন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুন) রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এতে করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ ঘোড়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরী আনারস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা দোয়াত কলম, বিশিষ্ট শিল্পপতি আবু ইউসুফ আলী মোটরসাইকল, শিক্ষাবিদ অধ্যাপক মোঃ রেজাউল করিম রাজা কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়বেন।
উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম চশমা, মো. আনিছুর রহমান ভূইয়া টিউবওয়েল, মোঃ হাফিজুর রহমান হাফিজ তালা , মোঃ শরিফুল ইসলাম মুন্জু উড়োজাহাজ প্রতীক পেয়েছেন ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ সম্পা রহমান প্রজাপতি, মোছাঃ তাহমিনা ওয়াজেদ মেরীনা হাঁস, মোছাঃ উম্মে নূর পিয়ারা ফুটবল, মোছাঃ সেফালী খাতুন কলসি প্রতীক পেয়েছেন
এবারের উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের রিটার্নিং অফিসার মো: ইমরান হোসেন বিপিএএ প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দের সম্বলীত চিঠি তুলে দেন। আগামী ৫ই জুন ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সোমবার রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দের সাথে সাথেই প্রার্থীরা প্রচার প্রচারণায় সরগরম করে তুলতে উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের কাছে যাওয়া শুরু করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের তাদের সমর্থকদের প্রতীক সম্বলিত পোস্টার, ফেস্টুন উপজেলার ৪টি ইউনিয়নে লাগানো শুরু করেছেন। এক্ষেত্রে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থীদের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় হবে মনে সাধারণ ভোটার গণ।