শরিফুল আলম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবিক কর্মসূচি সহায়তার আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তের (ডিডিএম) অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৩ টি পরিবারের মাঝে ৪৯ বান্ডেল ঢেউটিন ও ১ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। (১৯ জুন) বুধবার ঢেউটিন ও চেক বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৩ টি পরিবারের মাঝে ৪৯ বান্ডেল ঢেউটিনসহ১ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তারমধ্যে ২১ টি পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার করে চেক প্রদান করা হয়েছে। এ ছাড়াও একটি পরিবারকে ৩ বান্ডেল ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক এবং একটি এতিমখানায় ৪ বান্ডেল টিন ও ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।