সলঙ্গা প্রতিনিধি:
দীর্ঘ ২০ বছর পর বন্ধুদের এক সঙ্গে পেয়ে তরুণ্য ফিরে পেয়েছেন এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ জুন) সকালে এসএসসির ২০০৪ ব্যাচের শিক্ষর্থী আজমল ও জয় প্রকাশের আহবানে বিদ্যালয় চত্ত্বরে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হলো সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঐতিহ্যবাহী দাদপুর সাহেবগঞ্জ দি-মুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের ঈদ পূর্ণমিলনী ও শিক্ষক সম্মাননা, বন্ধুদের স্মৃতিচারণ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরানো দিনের স্মৃতিচারণ সকলকে যেনো ফিরিয়ে নিয়ে যায় স্কুল জীবনে।
দুপুরে দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয়ে চত্ত্বরে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থী শিক্ষানবীশ আইনজীবী আব্দুল আলীমের পরিচালনায় ও শ্রী কৃষ্ণ রামের সহযোগীতায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয়ের সভাপতি প্রভাষক আব্দুল বারীক,
অবসরপ্রাপ্ত শিক্ষক শাজাহান,আব্দুল লতিফ আকন্দ, ইসমাইল হোসেন, সুবাস চন্দ্র, আলহাজ্ব আবুল হোসেন ভুঁইয়া, শ্যামল চন্দ্র,ম্যানেজিং কমিটির সদস্য প্রান গোপাল,নয়াদিগন্তের রায়গঞ্জ প্রতিনিধ সোহেল রানা প্রমুখ।
এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকসহ ১৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ীক নাজমুল হাসানের সার্বিক সহযোগীতায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।