নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে জেলার সকল উপজেলায় আয়োজন করা হয় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, র্যালী ও আলোচনা সভার।
রোববার ২৩ জুন সকালে জেলার বদলগাছী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গৌরবময় পথচলার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের রূপকার শত সংগ্রামে অৎ¯্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনকে আরো রঙিন করতে প্লাটিনাম জুবলি উপলক্ষে একটি বিশাল কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়, যা উপজেলার ডাকবাংলা চত্ত¡র থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এরপর বিকেলে ৫টার দিকে মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের নানা আয়োজনে ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দরা আওয়ামী লীগের সাফল্য ও লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দুই উপজেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।
এমপি সৌরেন বলেন, “আওয়ামী লীগের ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য এক গর্বের মুহূর্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দলটির বড় অর্জন হচ্ছে দেশের স্বাধীনতা অর্জন। এরপর স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সকল বৃহৎ অর্জনের ক্ষেত্রে সফলতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ। আর সেই জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আপনারা সকলকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তাঁর উন্নয়নের ধারাবাহিকতা বজার রাখতে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের আদর্শ ও মূল্যবোধ অক্ষুন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন এমপি সৌরেন।
এদিকে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এরপর দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সাবেক এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রইফ দুলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাহিদ সরদারসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলার মান্দা উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ। তার নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক মোল্লা, নব-নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা সহ উপজেলার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলার আত্রাই, পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে “আওয়ামী লীগের ৭৫তম উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।