॥ আমিরুল ইসলাম ॥
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে দুস্থ গরিব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা প্রশাসন। সোমবার (২৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা একটি দাপ্তরিক চিঠিতে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানকে আহ্বায়ক করে, উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দারকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, পবিত্র ঈদুল আজহায় সরকারি অফিস ছুটি থাকায় বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারিনি। আজ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার পর বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ১৩ জুন দুপুর ১২টায় উপজেলার ৪নং রায়দৌলতপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে দুস্থ গরিব অসহায়দের মাঝে ভিজিএফের কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া ওঠে।
এ সময় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ। চাল বিতরণ কার্যক্রম শেষ না করেই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা ত্যাগ করেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সবুজ আলী।