॥ নওগাঁ প্রতিনিধি ॥
নওগাঁর পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও মাদরাসা ছাত্র দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) পৃথক ঘটনায় মামলা দায়ের শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিন সকাল সাড়ে ৭ টার দিকে জেলার নিয়ামতপুর উপজেলার ধর্মপুর মোড় এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নয়ন (২৮) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। অপরদিকে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মহাদেবপুর নিজ বাড়ি থেকে নওগাঁ শহরের যাওয়ার সময় উপজেলার দক্ষিণ হোসেনপুর এলাকায় ট্রাক-মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে জিহাদ হোসেন (১৭) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।
নিহত নয়ন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। এবং জিহাদ হোসেন মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন সেনাবাহিনীতে চাকরি করতেন। এবং চট্রগামে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসছিলেন তিনি। সোমবার সকালে ছাতড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে ধর্মপুর মোড় এলাকায় পৌঁছালে গাবতলী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নয়ন নিহত হন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
অপরদিকে জিহাদ হোসেন মহাদেবপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নওগাঁ শহরের যাচ্ছিলেন। পথে মধ্যে নওগাঁ-মহাদেবপুর মহাসড়কের দক্ষিণ হোসেনপুর এলাকার বসনা ব্রিজ-সংলগ্ন পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিহাদ হোসেন নিহত হন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, পরিবারের দাবি ১৭ বছরের নিহত জিহাদ একটি মাদরাসার ছাত্র ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।