মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী কাচা বাজারে অবস্হিত আটচালার বিভিন্ন স্হানে চালের টিন চুলার আগুনে পুড়ে পরিচা পড়ে ফুটো হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই চাল চুয়ে পানি পড়ে। ফলে দোকানদারদের থাকা অসম্ভব হয়ে পড়ে। এদিকে গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আটচালাটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফুটো হয়ে গেছে। চালের উপরের দিকে তাকালে আকাশ দেখা যায়। ফলে আতঙ্কে থাকেন স্থানীয় দোকানদারেরা ও বাজার করতে আসা ক্রেতারা। ইতিপূর্বে জনসাধারণ ও স্থানীয় দোকানদারদের কষ্টের কথা বিবেচনা করে, উপজেলার পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম নান্নু তার নিজ অর্থায়নে নতুন একটি আটচালার কাজ শুরু করেছেন। তার সাথে কথা হলে তিনি আরোও জানান, সরকারি বরাদ্দ পেলে ঝুঁকিপূর্ণ আটচালাটিও সংস্কার করা হবে।