দৃশ্যপট ,ক্রীড়া ডেস্কঃ
দাপটের সাথে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে অবশ্য খুঁজে পাওয়া গেল না সেই আর্জেন্টিনাকে। ঘটনাবহুল এক ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজের গোলে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে গিয়েছিল তারা। তবে ৯১ মিনিটে অবিশ্বাস্যভাবে ম্যাচে সমতা আনেন ইকুয়েডরের কেভিন রদ্রিগেজ। শেষ পর্যন্ত টাইব্রেকারে এমি মার্টিনেজের বীরত্বে ৪-২ গোলে জিতেই সেমিতে পৌঁছে গেছেন লিওনেল মেসিরা।
পুরো ম্যাচেই নিজেদের হারিয়ে খুঁজেছে আর্জেন্টিনা। নিজের সেরা খেলার ধারেকাছেও ছিলেন না মেসি। প্রথমার্ধের প্রথম ভাগে দাপট দেখিয়েছে ইকুয়েডরই। ১২ মিনিটেই এগিয়ে যেতে পারত ইকুয়েডর। সারমিয়েন্তো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন এমি মার্টিনেজ। ২৭ মিনিটে প্রথম সুযোগ আসে আর্জেন্টিনার সামনে, সেখান থেকে এঞ্জো ফার্নান্দেজ গোলের দেখা পাননি। ৩৪ মিনিটেও ডেডলক ভাঙতে পারেননি তিনি।
অবশেষে ৩৫ মিনিটে গোল পায় আর্জেন্টিনা। মেসির নেওয়ার কর্নার থেকে বল গিয়েছিল ম্যাক অ্যালিস্টারের কাছে, হেড করে বল বাড়িয়ে দেন লিসান্দ্রো মার্টিনেজের দিকে। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। তার গোলেই লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনাকে চাপে রাখে ইকুয়েডর। ৬০ মিনিটের মাথায় বক্সের ভেতর ডি পলের হ্যান্ডবলে পেনাল্টি পায় ইকুয়েডর। সেখান থেকে অবশ্য সমতা আনতে পারেননি এনার ভ্যালেন্সিয়া। তার শট পোস্টে লেগে ফিরে যায়। এরপর মনে হচ্ছিল এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে আর্জেন্টিনা।
তবে নাটকের তখনো বাকি। ম্যাচের ৯১ মিনিটে অবিশ্বাস্যভাবে ম্যাচে সমতা ফেরায় ইকুয়েডর। ইয়েবোয়ার ক্রসে রদ্রিগেজের হেডে বল জালে জড়ালে উল্লাসে ভাসে ইকুয়েডর। বেশ কিছুক্ষণ ভিএআরে অফসাইড চেক করলেও শেষ পর্যন্ত বহাল থাকে গোল। ১-১ গোলের সমতায় ম্যাচ যায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শটেই গোল মিস করেন মেসি। তার চিপ পোস্টে লেগে উপরে চলে যায়। তবে আর্জেন্টিনাকে হতাশ হতে দেননি এমি মার্টিনেজ। ইকুয়েডরের মেনার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তিনি। দ্বিতীয় শটে হুলিয়ান আলভারেজের কল্যাণে এগিয়ে যায় আর্জেন্টিনা। ইকুয়েডরের দ্বিতীয় শটও বাঁচিয়ে দেন এমি। মিন্ডার শটে দুর্দান্ত এক সেভ করেন তিনি।
এরপর পরের তিন শটে আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার, মন্টিয়েল ও ওটামেন্ডির গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই প্রথম দল হিসেবে কোপার সেমিতে পৌঁছে গেল আর্জেন্টিনা।