স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের ৩০ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায়
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় তৃতীয় ধাপে বরাদ্দকৃত ৩১২টি ইম্পুভ হাউজ হোল্ড টয়লেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও রায়গঞ্জ পৌরসভার ৩১২ টি পরিবারের মাঝে হস্তান্তর এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ পৌর কাউন্সিলর ওবায়দুল ইসলাম চপ্পলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬৪, সিরাজগঞ্জ- ৩ মাননীয় এম পি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন শুভন সরকার,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরী,ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম,নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কার সিদ্দিক, বক্ষ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন,পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান তালুকদার রাসেল,ঘুরকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান, রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ রায়হান সরকার,চাঁন সহ সকল কাউন্সিলর বৃন্দ।
অনুষ্ঠান শেষে পৌরসভার ৩১২টি পরিবারের মানুষের স্যানেটেরি টয়লেট সহ ১কেজি মিষ্টি ও ২টি করে গাছ বিতরণ করা হয়।