কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ কাজিপুরে(৮ জুলাই) ২০২৩/২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ-২ /২০২৪/২৫ মৌসুমে উফশী রোপা আমন ধান বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে সকাল ১০টায় স্থানীয় অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কৃষি প্রণোদনার প্রদানের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কৃষি কর্মকতা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন, সুলতানা হক প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি খরিপ মৌসুমে কাজিপুরে ১০৫০ কৃষক’কে ৫-কেজি করে বীজ, ১০-কেজি ডিএফপি স্যার ও ১০-কেজি করে এমওপি স্যার বিতরণ করা হয়েছে।