সোহেল রানা সলঙ্গা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর মহৎ পাড়া গ্রামের এ কেন্দ্রের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ।
রায়গঞ্জ কৃষি বিভাগ সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের সম্প্রতি শুরু হওয়া প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ২৫ জন কৃষক-কৃষাণিকে নিয়ে পরিচালিত হচ্ছে।
উপ-সহকারী কৃষি অফিসার মাহবুবুর রহমানের প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন কলাকৌশলের পার্টনার ফিল্ড স্কুলের ২৫ জন কৃষক-কৃষাণীকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি অফিসার শামীমুল হাসান শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার সামুরা আফসানা হক মৌনি,নয়াদিগন্তের রায়গঞ্জ সংবাদদাতা ও প্রতিদিন দৃশ্য পটের সলঙ্গা সংবাদদাতা সোহেল রানা সহ কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।