নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করছেন। শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে রাত পর্যন্ত যানজট নিরসন ও আর্বজনা পরিষ্কার করতে দেখা গেছে।
নলডাঙ্গা থানা মোড়,পৌরসভা মোড়,নাটোর-নওঁগা আঞ্চলিক মহাসড়ক,উপজেলার মাধনগর ৪ মাথারমোড়,রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তপ্ত দুপুরের মধ্যেই আরো এক দল স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসে রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েছে।
বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছেন শিক্ষার্থীরা। তাদের নির্দেশনায় সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানযট না হয় এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা। একই সাথে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজে করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন তারা।
নাটোর এন,এস কলেজের শিক্ষার্থী সাকিব হোসেন,মাধনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সানোয়ার হোসেন,নাভিদ ইসলাম-জানান,রাস্তায় ট্রাফিক পুলিশ নাই। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছি। সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। আমার সাথে আমাদের সহপাঠিরাও কাজ করছেন। তাছারা আমরা সাধারণ ছাত্ররা রাজপথ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছি। শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ায় খুশি,পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
এসময় যানজট নিরসন ও পরিচ্ছন্নতায় কাজে অংশগ্রহন করে রাজশাহী সিটি কলেজ,রাজশাহী পলিটেকনিক কলেজ,নাটোর এস,এস,কলেজ,মাধনগর ডিগ্রি কলেজ,চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক কলেজের,অর্নভ,রুবেল,শাহজামাল,দিগন্ত,ফয়সাল,টুটুল,মাহমুদ,সরল,সাকিব,অর্পন,নাবিদুল,সবিজসহ অন্যান্য শিক্ষার্থীরা।