নওগাঁ প্রতিনিধি:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচী পালন করছে বিএনপির নেতৃবৃন্দরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার ঘটনায় বিচারের দাবিতে বুধবার ১৪ আগষ্ট দুপুরে শহরের কেডির মোড় নামক এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জেলা বিএনপি।
এর আগে এদিন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যোগ দেন নেতা-কর্মীরা।
কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জৈষ্ঠ আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক রেজু শেখ, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন ও শফিউল আজম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে। এছাড়াও এই আন্দোলনে আরও অনেকের প্রাণ গেছে। তাই এই হত্যার বিচার করতেই হবে। ইতিমধ্যে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোনো ছাড় দেওয়া হবে না। বক্তারা আরও বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।