আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনায় ২৮ দিন পর বগিটি উদ্ধার করলো রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের উওর পার্শ্বে মালগুদাম এলাকা থেকে রিলিফ ট্রেনের মাধ্যমে ওই বগিটি উদ্ধার করা হয়। এরআগে ১৭ জুলাই বুধবার রাতে স্টেশনে ওই মালবাহি ট্রেনটি সান্টিং করার সময় একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে উপ-সহকারি প্রকৌশলী (ক্যারেজ) সোহেল হোসেন জানান, গত ১৭ জুলাই বুধবার রাতে স্টেশনে একটি মালবাহী ট্রেন সান্টিং করা হচ্ছিলো। এসময় একটি বগি রেল লাইনের শেষ সীমানা অতিক্রম করলে লাইনের বাহিরে মাটিতে পড়ে য়ায়। পরে রেলওয়ে পাকশী উর্ধতন কর্তৃপক্ষদের বিষয়টি অবগত করা হয়। এদিকে কোঠা সংষ্কার আন্দলোনকে কেন্দ্র করে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতেকরে ২৭ দিন ধরে ঘটনাস্থলে আসতে পারেনি ক্যারেজ বিভাগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায়
লাইনচ্যুত ওই বগিটি রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে রেললাইনটি।