কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফরকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন সিংড়া উপজেলা প্রশাসন
সোমবার (১৯ আগস্ট) উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান অধিদপ্তরের সহায়তা সামগ্রী নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত সাহেব আলীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এর আগে গত ১৮ই আগষ্ট বেলা ২টায় উপজেলার বড়গাঁও দক্ষিণ খাসপাড়া সাহেব আলীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ীসহ পুরে প্রায় ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়
ক্ষতিগ্রস্থ সাহেব আলীর হাতে নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল ও ১ প্যাকেট শুকনো খাবার তুলে দেন এবং ক্ষতিগ্রস্থ বাড়ি মেরামতের জন্য ঢেউটিনের প্রতিশ্রূতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-আমিন সরকার,সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা প্রমুখ