শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাড়ি বের হয়েছিলেন ইজিবাইক নিয়ে। কথা ছিল পরিবারে জন্য বাজার-সদাই নিয়ে বাড়ি ফেরার। কিন্তু তা আর হলো না চালক আল-আমিনের। পথিমধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওই চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা করা হয়েছে চালককে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক। আজ (২৪ আগস্ট)
শনিবার সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা রেজিয়া খাতুন পুত্রের লাশ ওই জায়গা থেকে উদ্ধার করে বাড়িতেবাড়ি থেকে বের হলেন ইজিবাইক নিয়ে ফিরলেন লাশ হয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে ফের লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। নিহতের নাম আল আমিন (৩০) তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। দিন শেষে রাতেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে শনিবার সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুর নামক স্থানে একজনের লাশ পড়ে রয়েছে। সেখানে গিয়ে মা রেজিয়া খাতুন সনাক্ত করেন এটাই তাঁর ছেলে আল আমিনের মরদেহ। এ অবস্থায় সেখান থেকেই লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক বলেন, ছিনতাইকারীরা ইজিবাইক চুরির লক্ষ্যে চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যেতে পারে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।