শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল হক আসিফকে সংবর্ধনা প্রদান করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব।আজ(১ সেপ্টেম্বর) রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে আসিফকে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রথমে আসিফকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় প্রেসক্লাবের সদস্যরা।পরে আলোচনাসভা শেষে সম্মাননা স্বারক হিসেবে আসিফের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
আলোচনা সভায় সাফজয়ী দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন,’ দেশের হয়ে ট্রফি জিততে পেরে খুবই আনন্দিত।আর দেশের ফুটবলের ক্যাপ্টেন হয়ে ট্রফি জিততে পেরে আমি খুবই গর্বিত। আমাদের এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বন্যার্তদের জন্য উৎসর্গ করেছি। আমার জন্মভূমিতে ফিরে মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি,তাতে আমি সিক্ত,আমি ধন্য। এমন সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আমাকে সংবর্ধিত করায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে জানাই অশেষ ধন্যবাদ।
আলোচনা সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. এহছানুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইসহাক মিয়া, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম শুভ, সম্মানিত সদস্যা শরিফুল আলম, সদস্য শফিউল্লাহ সুমন প্রমুখ।
উল্লেখ্য যে,আশরাফুল হক আসিফের নেতৃত্বে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে দেশে ফিরেন বাংলাদেশের যুবারা।