ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়িতে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৭ (সাত) দফা প্রস্তাবনা বাস্তবায়নে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে আঠারবাড়ি গরুহাটা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি সাঈদুল রহমান (সাঈদ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি
আলহাজ্ব মুহাম্মদ হাদিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহ-সভাপতি মাও: আইয়ুব আলী নূরানী,
ময়মনসিংহ উত্তর জেলা ইসলামি আন্দোলনেরন
সেক্রেটারি মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন,মাও: মাহমুদুল হক আযীযী, এমদাদুল্লাহ মোমেন,মাও আতাহারুজ্জামান,মনিরুজ্জামান হুজাইফা,মুফতি ওমর ফারুক, আব্দুল্লাহ জুবায়ের।
এ সময় বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সহ উক্ত সমাবেশে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৭ (সাত) দফা দাবি তুলে ধরেন।