নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা দক্ষিণপাড়ায় একই পরিবারে এ ঘটনা ঘটে।
দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়। বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। এতে খোলা আকাশের নিচে থাকা তিনটি গরু মারা গেছে। মৃত গরুগুলোর মধ্যে একটি বাছুর ও দুটি গাভি ছিল।
জানা গেছে, মো. সাজা আলী ও তার ছেলে আইয়ুব আলী এবং জাহিদুল ইসলামের একটি করে মোট তিনটি গরু মারা গেছে। গরুগুলোর মৃত্যুতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
গরুর মালিকরা জানান, সব গরু খোলা আকাশের নিচে থাকে। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও ছিল। এই সময় বজ্রপাতের কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বিষয়টি জেনেছি। তবে বজ্রপাতে কারো ক্ষতি হলে নির্ধারিত ফরমে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।