মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অসুস্থ গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে দুই কসাইয়ের বিরুদ্ধে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। পাশাপাশি ওই দুই কসাইকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে এঘটনা ঘটে।
ওই দুই কসাই হলেন, উপজেলার মসলিশপুর এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে সুমন মিয়া(৩২)। অপরজন পৌরশহরের রাজবাড়ি এলাকার ফেরদৌস হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(৩৬)।
স্থানীয় লোকজন জানান, ওই দুইজন দীর্ঘদিন ধরে গরু কিনে জবাই করে বাজারে মাংস বিক্রি করে আসছেন। এই দিন একটি অসুস্থ গরু কিনে নেন তারা। পরে গরুটি জবাই করে সেই মাংস ভ্যানে করে রাণীগঞ্জ বাজারে বিক্রি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে এলাকাবাসী জানতে পেরে ওই দুইজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। একপর্যায়ে ক্রেতা ও জনসাধারণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জনতা ওই দুই কসাইকে ঘেরাও করে এ ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। তিনি জানান, স্থানীয় পশু সম্পদ অফিস থেকে অনুমতি না নিয়েই অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে দুই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং মাংসগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা মাংস মাটির নীচে পুঁতে ফেলা হয়।