মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে পরিবার প্রতি ২৫ কেজি হারে ২২ দিনের জন্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে ৯.৭৫ মেট্রিক টন,মোল্লার চরে ১০.৫০ মেট্রিক টন,গিদারীতে ৫.৫ মেট্রিক টন, মালিবাড়িতে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মারজান সরকার,ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, হারুন অর রশিদ ইদু,সাইদুজ্জামান সরকারসহ আরও অনেকে।
এ সময় জেলেদের মাঝে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার আহবান জানান চেয়ারম্যানগণ।