1. admin@thedailydrishyapat.com : admin :
  2. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  3. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে ‘পল্লী ফাউন্ডেশন’ নামক একটি ভুয়া এনজিও মুলহোতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৭ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলায় ‘পল্লী ফাউন্ডেশন’ নামক একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার প্রধান আসামি প্রতারক শাহিদ শেখ(নুরুল হুদা)’কে ফরিদপুর হতে গ্রেফতার।

গত (১৬ মে ) বেলা অনুমানিক ১২:৩০ ঘটিকায় শাহিদ শেখ (৪৮) এবং কবির শেখ (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন প্রতারক সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন মুকুন্দগাঁতী সাকিনস্থ রং শাকিল এর বসতবাড়ী ভাড়া গ্রহণ করে “পল্লী ফাউন্ডেশন” নামক একটি ভুয়া এনজিও খুলে। পরবর্তীতে প্রতারকচক্রটি শাহ আলম প্রামানিককে ঋণ প্রদান করবে মর্মে তার বসতবাড়ীতে গিয়ে তার নিকট থেকে ২০,১০০(বিশ হাজার এক’শ)টাকা গ্রহণ করে এবং তাকে বিশ হাজার টাকা ঋণ প্রদান করবে মর্মে জানায়। তারা একই এলাকায় হাফিজুল ইসলাম, ১০,৫০০(দশ হাজার পাঁচ শত)টাকা, ফরিদুল ইসলাম ২০,১০০(বিশ হাজার এক’শ)টাকা, আলমগীর ৩৩,২০০(তেত্রিশ হাজার দু’শ)টাকাসহ আরো অনেকের কাছ থেকে সর্ব মোট ২,৩৫,৯০০(দুই লাখ পঁয়ত্রিশ হাজার নয় শত) টাকা গ্রহণ করে। এছাড়াও আরও অনেক এলাকা হতে প্রতারনা করে প্রায় কোটি টাকা গ্রহণ করে। গত ২০ মে সকাল অনুমানিক ৯ ঘটিকায় শাহ আলম প্রামানিক উক্ত আসামিদ্বয়ের নাম্বারে ফোন করলে তাদের নাম্বার বন্ধ পায় এবং ভাড়া বাসাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। তখন সে আশপাশের লোকজনদের আসামিদের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোন কিছু বলতে পারে না। উক্ত ঘটনায় অত্র এলাকার অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী শাহ আলম প্রামাণিক বাদী হয়ে বেলকুচি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ দন্ড বিধি ১৮৬০।

উল্লিখিত ঘটনাটি গত ০৫ জুলাই তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় এবং বর্ণিত এলাকায় বাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত (১৩ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর এর একটি চৌকস আভিযানিক দল ‘‘ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন কুচিয়াগ্রাম বটতলা এলাকায়” একটি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন মুকুন্দগাতি এলাকার পল্লী ফাউন্ডেশন নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনার প্রধান আসামি শাহিদ শেখ (নুরুল হুদা) ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০১টি মোবাইল ফোন ও নগদ ৫০০( পাঁচ শত) টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি মোঃ শাহীন শেখ ( নুরুল হুদা)  (৪৮), পিতা- মৃত ইউনুস সরদার, সাং- মুকুন্দগাতী (পল্লি ফাউন্ডেশন), থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ, স্থায়ী ঠিকানা- নওয়াপাড়া, ০৪ নং ওয়ার্ড, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এম আবুল হাশেম সবুজ লেঃ কমান্ডার বিএন কোম্পানি কমান্ডার জানান।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com